ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তায় প্রস্তুত যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:০৯ দুপুর  

ছবি: সংগৃহিত

অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে সারাহ কুক বলেন, যুক্তরাজ্য শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী। বিশেষ করে ভোটকেন্দ্রের পোলিং অফিসারদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করতে যুক্তরাজ্য প্রস্তুত।

এর আগে রোববার ইসি জানিয়েছিল, সোমবার ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সিইসির বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকও করছে সংস্থাটি।

বাংলাধারা/এসআর