খাগড়াছড়ির অস্থিরতায় ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনের অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:৩৭ দুপুর

ছবি: সংগৃহিত
খাগড়াছড়িতে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে সরব হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর অভিযোগ, একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। এর পেছনে ভারতের প্রভাব বা ফ্যাসিস্ট চক্রের ইন্ধন থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “দেশে দুর্গাপূজাকে ঘিরে যেন উৎসবমুখর পরিবেশ নষ্ট হয়, সেজন্যই খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। তবে এমন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।”
স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, ইতোমধ্যেই খাগড়াছড়ি ও আশপাশের পার্বত্য অঞ্চলে আটকা পড়া পর্যটকদের অধিকাংশকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
তিনি আরও বলেন, “দুর্গাপূজা দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এ সময় কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
বাংলাধারা/এসআর