ইইউর ১৫০ পর্যবেক্ষক আসছে, প্রস্তুত যুক্তরাজ্যের সহায়তাও
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:৫৮ দুপুর

ছবি: সংগৃহিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে ১৫০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব জানান, কয়েক ধাপে ইইউর পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। তারা তফসিল ঘোষণার পর থেকে শুরু করে নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশ পর্যন্ত বিভিন্ন ধাপে মাঠপর্যায়ে কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
এর পাশাপাশি, যুক্তরাজ্যও অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সোমবার আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন।
বৈঠক শেষে সারাহ কুক বলেন, যুক্তরাজ্য শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এজন্য তারা কেবল পর্যবেক্ষণেই নয়, পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ভোটার সচেতনতা কার্যক্রমেও সহায়তা দিতে প্রস্তুত।
এর আগে রোববার ইসি জানায়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন ইতোমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক শুরু করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দ্রুত কাজ করছে প্রতিষ্ঠানটি।
বাংলাধারা/এসআর