বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতার অভিযোগ নাকচ করলেন ড. ইউনূস
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:২৩ দুপুর

ছবি: সংগৃহিত
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতন বা সহিংসতার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই, যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে অনলাইন সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। অভিযোগের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ভারতের ভেতরে এখন ভুয়া খবর ছড়ানো এক ধরনের রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে। সেই প্রভাব বাংলাদেশকেও ঘিরে ধরতে চাওয়া হচ্ছে, অথচ বাস্তবে দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো সংগঠিত সহিংসতা ঘটছে না।
সাক্ষাৎকারে তিনি আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিজের নেতৃত্ব গ্রহণের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ২০২৪ সালে গণআন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে আমাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে আমি বিস্মিত হয়েছিলাম এবং চাইনি এই দায়িত্ব নিতে। কিন্তু আন্দোলনকারীদের বলেছিলাম, যদি আপনারা গণতন্ত্র ও দেশের জন্য এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমিও আমার সিদ্ধান্ত পরিবর্তন করব।
অধ্যাপক ইউনূস সাক্ষাৎকারে আরও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন। তিনি জাতীয় নির্বাচন আয়োজনে বিলম্বের যৌক্তিকতা ব্যাখ্যা করেন, রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রেক্ষাপট নিয়েও মতামত দেন। তাঁর মতে, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হলো দেশে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনা এবং গণতন্ত্রকে টেকসই পথে এগিয়ে নেওয়া।
বাংলাধারা/এসআর