ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

প্রতিমা বিসর্জনে রাজধানীতে বাড়তি নিরাপত্তা, ঝুঁকির আশঙ্কা নেই : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ০১, ২০২৫, ০৮:৪৩ রাত  

ছবি: সংগৃহিত

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, ইতোমধ্যে সব মণ্ডপ ও বিসর্জন স্থানে পর্যাপ্ত পুলিশ সদস্য এবং গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “যেখানে বিসর্জন অনুষ্ঠিত হবে, সেসব স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকসংখ্যক পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার সদস্য দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি।”

তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, “যারা সাঁতার জানেন না, তারা যেন নৌকায় না ওঠেন। আর যারা সাঁতার জানেন তারাও অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। এতে দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হবে।”

ঢাকায় এ বছর ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আজ মহাষষ্ঠী, আগামীকাল প্রতিমা বিসর্জন। আমরা প্রায় এক মাস আগে থেকেই সব প্রস্তুতি নিয়েছি যাতে উৎসবমুখর পরিবেশে পূজা ও বিসর্জন সম্পন্ন হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি সদর দপ্তরের সঙ্গে একাধিক সমন্বয় সভা হয়েছে।”

তিনি আরও বলেন, “মণ্ডপে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর উপস্থিতি প্রমাণ করছে, সবাই আনন্দঘন পরিবেশে পূজা পালন করছেন। আমরা চাই আগামী দিনেও একই পরিবেশ বজায় থাকুক।”

সম্প্রীতির কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান একসঙ্গে বসবাস করছে। এই সম্প্রীতি যেন বিনষ্ট না হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন এটিকে নষ্ট না করে-সে দায়িত্ব আমাদের সবার।”

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাধারা/এসআর