নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি
প্রকাশিত: অক্টোবর ০২, ২০২৫, ০৪:৩১ দুপুর

ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপ আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আগামী ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ এবং নারী নেত্রীদের সঙ্গে পৃথক দুটি বৈঠক করবে সংস্থাটি।
ইসির জনসংযোগ শাখা সূত্রে জানা গেছে, সেদিন সকালে কমিশনের সম্মেলন কক্ষে প্রথমে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হবে। এই বৈঠকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
একই দিন বিকেলে নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে কমিশন। এতে প্রায় ৪০ জন অংশগ্রহণকারী তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরবেন।
ইসির সংলাপ কার্যক্রম শুরু হয়েছে গত ২৮ সেপ্টেম্বর। সেদিন সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় হয়। আগামী ৬ অক্টোবর গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এরপর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও ধারাবাহিকভাবে বসবে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন,“সংলাপে যে বিষয়গুলো সামনে আসবে, সেগুলো বাস্তবায়নে আমাদের কমিশন আন্তরিকভাবে কাজ করবে।”
বাংলাধারা/এসআর