ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়: শি জিনপিং

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৫, ০৮:৪২ রাত  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-এর সঙ্গে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। বার্তায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

নিজ বার্তায় শি জিনপিং বলেন, “চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুপ্রতিম প্রতিবেশী, যাদের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা ও বিনিময়ের ইতিহাস রয়েছে। গত ৫০ বছরে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট পরিবর্তিত হলেও, আমরা সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছি। এটি পারস্পরিক সম্মান, সমতা এবং যৌথ লাভের একটি উজ্জ্বল উদাহরণ।”

তিনি আরও যোগ করেন, “সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ রাজনৈতিক আস্থা আরও সুদৃঢ় করেছে। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারিত হয়েছে, যা আমাদের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর করেছে। আমি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নিতে, পারস্পরিক সুবিধাজনক সহযোগিতা জোরদার করতে এবং যৌথ উন্নয়নকে উৎসাহিত করতে প্রস্তুত, যাতে দুই দেশের জনগণ উপকৃত হয় এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে বড় অবদান রাখা যায়।”

নিজ পক্ষ থেকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, “গত ৫০ বছরে বাংলাদেশ ও চীন পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে, যা দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের জন্য বাস্তব উপকার বয়ে এনেছে। আমরা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং যৌথ সমৃদ্ধিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করি এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের মূল্যবান সহায়তার জন্য কৃতজ্ঞ।”

রাষ্ট্রপতি বিশ্বাস প্রকাশ করেন যে, দুই দেশের নেতারা ও জনগণের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও ফলপ্রসূ ও শক্তিশালী হবে।

বাংলাধারা/এসআর