সুষ্ঠু নির্বাচনই জীবনের শেষ লক্ষ্য: সিইসি
প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৫, ০৩:২৯ দুপুর

ছবি: সংগৃহিত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তিনি জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন। বয়স ৭৩ বছর হলেও দেশের জন্য কিছু করার এটাই শেষ সময়, তাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সিইসি এসব কথা বলেন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। এখন শুধু দেশের জন্য কিছু করতে চাই। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাকেই আমি জীবনের শেষ দায়িত্ব হিসেবে নিয়েছি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।”
তিনি জানান, প্রবাসী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে হাইব্রিড ও তথ্যপ্রযুক্তি-সমর্থিত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে ভোটার তালিকা হালনাগাদের সময় দেখা গেছে, প্রত্যন্ত অঞ্চলেও ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে। নারী ও পুরুষ ভোটারের পার্থক্যও উল্লেখযোগ্যভাবে কমেছে।
প্রযুক্তি-নির্ভর চ্যালেঞ্জ প্রসঙ্গে সিইসি বলেন, “এআইয়ের অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি রোধ এখন বড় চ্যালেঞ্জ। আমরা এক ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছি। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাই আমাদের শক্তি।”
সংলাপে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান, নূরুজ্জামান তালুকদার, মো. শাহেদুন্নবী চৌধুরী, সাবেক উপসচিব মিহির সরওয়ার মোর্শেদ ও মিছবাহ উদ্দিনসহ সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ফেমার প্রেসিডেন্ট মুনিরা খানও আলোচনায় অংশ নেন।
বাংলাধারা/এসআর