ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৫, ০৯:১৮ রাত
_20251007211743_original_45.webp)
ছবি: সংগৃহিত
বাংলাদেশের কূটনীতির আরেকটি সাফল্য যোগ হলো ইউনেসকোতে। সংস্থাটির ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (০৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি জানান, সভাপতি পদে ভোটাভুটিতে জাপানকে ৩০-২৭ ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ এ মর্যাদাপূর্ণ আসনে আসীন হয়েছে। শুরুতে বাংলাদেশ ও জাপানের পাশাপাশি কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল। তবে শেষ মুহূর্তে কোরিয়া ও ভারত প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ইউনেসকোর এই সম্মেলনে সভাপতির আসনে বসবে বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাধারা/এসআর