ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

দুর্নীতির অভিযোগে ঢাকার সাবেক সিএমএম রেজাউল করিম সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:০৮ দুপুর  

ছবি: সংগৃহিত

দুর্নীতি ও আলোচিত গাড়িকাণ্ডে নাম আসায় ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়ে সোমবার (১৩ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করা হয়।

২৯ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের মামলা রুজু হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে রেজাউল করিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, তিনি এক আসামির আলামতের গাড়ি ডিবি হেফাজত থেকে নিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন। এছাড়া, আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাচলে সাড়ে ৭ কাঠা প্লট নিয়েছিলেন তিনি, যেখানে হাইকোর্টের বিচারপতিরা পান মাত্র ৫ কাঠা প্লট।

অভিযোগের তালিকায় আরও রয়েছে- মামলায় সুবিধা দিয়ে নর্দান ইউনিভার্সিটির পাশে ৫ কাঠা প্লট গ্রহণ, ঢাকার সিএমএম কোর্টে দায়িত্বে থাকার সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনতলা বাড়ি নির্মাণসহ নানা অনিয়ম।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব অভিযোগের তদন্ত চলমান অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করা জরুরি হয়ে পড়েছে।

বাংলাধারা/এসআর