ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০১:০৭ দুপুর  

ছবি: সংগৃহিত

এমপিওভুক্ত শিক্ষকরা সরকার কর্তৃক বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী রবিবার এই ঘোষণা দেন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘৫ শতাংশ বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। তবে ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের সমস্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’

এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিল করার পরিকল্পনা রয়েছে আন্দোলনরত শিক্ষকদের। তাদের দাবি ও আন্দোলন কার্যক্রম অব্যাহত থাকায় শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভাতার বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতি চাপ সৃষ্টি হচ্ছে।

বাংলাধারা/এসআর