অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির মতবিনিময়
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১১:৩৭ দুপুর

ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।
সভায় নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে ইসির কর্মকর্তারা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তা উপস্থিত আছেন।
ইসি জানিয়েছে, সভায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, র্যাব, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি, এনএসআই, ডিজিএফআই ও এনটিএমসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আসন্ন ভোটকে ঘিরে তাদের মতামত ও প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এর আগে ইসি নির্বাচনের বিভিন্ন অংশীজনকে নিয়ে ধারাবাহিক সংলাপ করেছে। ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সংলাপ শুরু হয়। পরে ৬ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে, ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করা হয়। নিবন্ধন কার্যক্রম শেষ হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবে কমিশন।
বাংলাধারা/এসআর