ভোটের মাঠে সেনা-পুলিশের কড়া নিরাপত্তা: ইসি সচিব
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০২:৪০ দুপুর

ছবি: সংগৃহিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে সারাদেশ। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটের দিনে মাঠে থাকবেন প্রায় এক লাখ সেনা সদস্য এবং দেড় লাখ পুলিশ। পাশাপাশি দায়িত্ব পালন করবেন সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য।
সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব। তিনি বলেন, “দেশে অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ রয়েছে। নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে, বাকি অংশ উদ্ধারের কাজ চলছে।
তবে বৈঠকে সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট করেছেন আখতার আহমেদ।
বাংলাধারা/এসআর