আরও এক সপ্তাহ বৃষ্টি চলবে: আবহাওয়া অফিস
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:৪১ দুপুর

ছবি: সংগৃহিত
বাংলাদেশজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে ঢাকাসহ সারাদেশেই ভারি থেকে অতি ভারি বর্ষণ হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। এরপর আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির মাত্রা কোথাও কমতে পারে আবার হঠাৎ বেড়েও যেতে পারে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ভারতের তেলেঙ্গানা ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর ফলে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় এ প্রবণতা আরও বাড়তে পারে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম নগরীতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রোববার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সিলেটে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় চট্টগ্রামে সর্বাধিক ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া রাঙামাটিতে ৮৭, সন্দ্বীপে ৮০ এবং তেঁতুলিয়ায় ৬৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বাংলাধারা/এসআর