বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ১১:৪৮ দুপুর

ছবি: সংগৃহিত
সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় দল। চিলি ও বলিভিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য আগামী সোমবার ঘোষণা হবে আনচেলত্তির চূড়ান্ত স্কোয়াড।
ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে এবার ভিনিসিয়ুস জুনিয়র দলে থাকছেন না। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় চিলির বিপক্ষে নিষিদ্ধ হন তিনি। যেহেতু সেপ্টেম্বরে মাত্র দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, তাই শুধু বলিভিয়ার বিপক্ষে এক ম্যাচের জন্য তাকে ডাকবেন না কোচ আনচেলত্তি।
অন্যদিকে, প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার। সর্বশেষ তিনি ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন এই তারকা ফরোয়ার্ড। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আবারও হলুদ জার্সিতে দেখা যাবে তাকে।
গ্লোবোর প্রকাশিত আনচেলত্তির প্রাথমিক দলে নিশ্চিতভাবে আছেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার মার্কোস আন্তোনিও (সাও পাওলো) ও দানিলো (বোতাফোগো), ফরোয়ার্ড নেইমার (সান্তোস), কাইও হোর্হে (ক্রুজেরিও) এবং রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।
আগামী ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। এরপর ৫ সেপ্টেম্বর মারাকানায় চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। ১০ সেপ্টেম্বর বলিভিয়ার এল আল্টোতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের শেষ ম্যাচ।
ইতোমধ্যেই ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূল আসরের প্রস্তুতি শুরু করবে আনচেলত্তির শিষ্যরা।
বাংলাধারা/এসআর