ফিফা ফুটসাল র্যাংকিং: শীর্ষে ব্রাজিল, ৪৪তম স্থানে বাংলাদেশ নারী দল
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০১:৫৭ দুপুর

ছবি: সংগৃহিত
ফুটবলের মতো ফুটসালেও নিয়মিত র্যাংকিং প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার (২৯ আগস্ট) প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ফুতসালের পরাশক্তি ব্রাজিল। এ তালিকায় বাংলাদেশ নারী ফুটসাল দল অবস্থান করছে ৪৪তম স্থানে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ফুটসালের প্রতি আগ্রহ বাড়ছে। প্রথমবারের মতো গঠিত হয়েছে পুরুষ ফুটসাল দলও। ইরান থেকে কোচ এনে সেই দলকে গড়ে তোলার কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এখনও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলেনি পুরুষ দল। ফলে তারা ফিফার র্যাংকিংয়ের বাইরে আছে।
নারী দলের অবস্থান অবশ্য স্থির হয়নি। সদ্য প্রকাশিত র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ৪৪তম স্থানে নেমে এসেছে তারা। প্রতিবেশী দেশ ভারতের নারী ফুটসাল দল রয়েছে ৮৭তম স্থানে।
২০১৮ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ ফুটসালে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। সে টুর্নামেন্টে ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় তারা। এটিই এখন পর্যন্ত বাংলাদেশ নারী দলের একমাত্র আন্তর্জাতিক আসর।
ফুটসালের নতুন র্যাংকিংয়ে ব্রাজিলের পর দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। তিনে আছে পর্তুগাল। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে থাইল্যান্ড ও জাপান। ষষ্ঠ থেকে দশম স্থানে আছে আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া, ইরান ও রাশিয়া।
বাংলাধারা/এসআর