ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

বিসিবির নির্বাচনে জয়ের পর করণীয় জানালেন তামিম

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:১০ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সরব ক্রিকেটপাড়া। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গুঞ্জন চলছে, সভাপতি পদে লড়তে পারেন তিনি। যদিও বিষয়টি সরাসরি স্বীকার করেননি তামিম, তবে নির্বাচন করার সম্ভাবনা যে প্রবল, তা নিজেই নিশ্চিত করেছেন।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, “যদি আমাকে প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না, তাহলে বলতে পারি যে খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি। আপাতত এটুকুই বলব যে আমার নির্বাচন করার সম্ভাবনা অনেক বেশি।”

নির্বাচনে জয়ী হলে কী করবেন, সেই পরিকল্পনাও তুলে ধরেন দেশসেরা এই ওপেনার। তার মতে, সবকিছুর আগে গুরুত্ব দিতে হবে অবকাঠামোগত উন্নয়নে।

তামিম বলেন, “আমার ফোকাস থাকবে সর্বোচ্চ দুই থেকে তিনটি বিষয়ে। আমি মনে করি, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশের ক্রিকেটে সুযোগ-সুবিধা বাড়ানো। আমাদের হাতে খেলোয়াড় আছে, কোচ আছে; কিন্তু নতুন খেলোয়াড় তৈরির জন্য কিংবা বর্তমানদের উন্নতির জন্য অবকাঠামো নেই।”

ক্রিকেটারদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানালেন তিনি। তামিমের ভাষায়,“সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে কোনো আলোচনা শোনা যাচ্ছে না। আমি যদি দায়িত্ব পাই, চার বছরের মধ্যে সেই সুযোগ-সুবিধা তৈরি করতে চাই, যাতে আগামী আট থেকে দশ বছরের জন্য বাংলাদেশের ক্রিকেট সুসংহত থাকে।”

অর্থাৎ, বিসিবির আসন্ন নির্বাচনে জয়ী হলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ভিত্তি গড়ার কাজকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান তামিম ইকবাল।

বাংলাধারা/এসআর