ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

বুলবুল-তামিমের ‘নির্বাচনী’ ম্যাচ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৩, ২০২৫, ১২:১০ দুপুর  

ছবি: সংগৃহিত

শরতের আকাশে মেঘ যেমন হঠাৎ রং বদলায়, বিসিবির আসন্ন নির্বাচন ঘিরে তেমনই অবস্থান বদলাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, এটি কেবল একটি ছোট্ট ‘টি-২০ ইনিংস’। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে আবার অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ফিরবেন।

কিন্তু সময়ের সঙ্গে বদলেছে তাঁর ভাবনা। দায়িত্ব নেওয়ার দুই মাস যেতে না যেতেই জানালেন, দীর্ঘ মেয়াদে বিসিবিতে থেকে দেশের ক্রিকেটে অবদান রাখতে চান। একাধিক সাক্ষাৎকারে বললেন, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় পরিচালক হয়ে সভাপতি পদে নির্বাচিত হওয়ার ইচ্ছা আছে তাঁর। কয়েকদিন আগে আবার ঘোষণা দিলেন-সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে কারও কাছে ভোট চাইবেন না!

কিন্তু গতকাল সিলেটে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল জানালেন, তিনি পরিচালক পদে লড়বেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত দ্রুত পরিবর্তন হচ্ছে তাঁর অবস্থান। তবে দেশের ক্রিকেট অঙ্গনের অনেকেই মনে করছেন, আগামী চার বছরের জন্য সভাপতির দৌড়ে এগিয়ে আছেন বুলবুল। এনএসসির পাশাপাশি বিভিন্ন ক্লাব থেকেও সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

অন্যদিকে সভাপতি পদে আরেক শক্তিশালী প্রার্থী জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি লড়বেন ক্লাব ক্যাটেগরি থেকে। জানা গেছে, তামিমকে ঠেকাতে ক্লাব কর্মকর্তাদের মধ্যেই বিভক্তি তৈরি হতে পারে।

বুলবুল বর্তমানে এনএসসি কোটায় পরিচালক হলেও এই আসনটি ঝুঁকিপূর্ণ। আগে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও ফারুক আহমেদের কাউন্সিলরশিপ বাতিল হওয়ার নজির রয়েছে। তাই নিরাপদ পথ খুঁজছেন বুলবুল। গুঞ্জন রয়েছে, তিনি ঢাকা বিভাগ থেকে নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে এনএসসির সহায়তায় ঢাকা জেলা থেকে কাউন্সিলর বানানো হতে পারে তাঁকে। জেলা ক্রীড়া সংস্থাগুলোতে অ্যাডহক কমিটি থাকায় ভোটের মাঠে এনএসসির প্রভাবও থাকবে যথেষ্ট। তবে সবকিছু জটিল হয়ে গেলে বুলবুলের শেষ ভরসা সেই এনএসসি কোটা।

বিসিবি নির্বাচন নিয়ে গতকাল তিনি বলেন,“অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। এখানে সরাসরি সভাপতির নির্বাচন হয় না, পরিচালকদের হয়। আমি চেষ্টা করব সেখানে টিকে থাকতে। পরে যদি সুযোগ হয়, অবশ্যই দেশের জন্য কাজ চালিয়ে যেতে চাই।”

২৫ জন পরিচালকের মধ্যে এবার ২৩টি পদে নির্বাচন হবে তিনটি ক্যাটেগরিতে। সিলেটে দাঁড়িয়ে নিজের পরিকল্পনার ব্যাখ্যা দিতে গিয়ে বুলবুল মেটাফরের আশ্রয় নেন: “কুইক ইনিংস খেলার কথা বলেছিলাম, কিন্তু সেটা এখনও শেষ হয়নি। ধারাবাহিকতা আনতে চাই-টি-২০ থেকে ওয়ানডেতে, সেখান থেকে টেস্টে। আমাদের যে সম্ভাবনা আছে, সেগুলো বাস্তবায়ন করতে চাই।”

অর্থাৎ পরিষ্কার শুরুতে ছোট্ট ইনিংস খেলার কথা বললেও এখন দীর্ঘ মেয়াদের ম্যাচ খেলতেই নামছেন আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে, ক্লাব ক্যাটেগরি থেকে মাঠে নামছেন তামিম ইকবাল। ফলে বিসিবির আসন্ন নির্বাচন এক রোমাঞ্চকর ‘নির্বাচনী ম্যাচ’ হয়ে উঠছে, যেখানে মাঠের লড়াইয়ের মতোই জমে উঠবে বোর্ডরুমের খেলা।

বাংলাধারা/এসআর