ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে উড়িয়ে দিল ব্রাজিল

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৫, ২০২৫, ১২:২৮ দুপুর  

ছবি: সংগৃহিত

বিশ্বকাপ বাছাইপর্বে মারাকানার সবুজ গ্যালারিতে যেন ছিল শুধু ব্রাজিলের উৎসব। শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে আধিপত্য বিস্তার করে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ল সেলেসাওরা।

ম্যাচের শুরুতেই ব্রাজিল তাদের আক্রমণাত্মক মেজাজ বুঝিয়ে দেয়। ৪ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পাননি এস্তেভাওরা। তবে সেই অপেক্ষার অবসান হয় ৩৮ মিনিটে, এস্তেভাওয়ের নিখুঁত শটে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে কিছুটা নাটকীয়তাও দেখা যায়। চিলির গিয়ের্মো মারিপান লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বসেছিলেন। কিন্তু ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে গিয়ে বেঁচে যান তিনি। তবে শেষ মুহূর্তে কাসেমিরোকে হলুদ কার্ড দেখতে হয় বিপজ্জনক ফাউলের কারণে।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিল থেমে থাকেনি। ৭২ মিনিটে লুইজ হেনরিকের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করেন লুকাস পাকেতা। এরপর মাত্র চার মিনিটের ব্যবধানে ব্রুনো গুইমারেস তৃতীয় গোলটি করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি সেলেসাওদের হাতে তুলে দেন।

পরিসংখ্যানও বলছে, পুরো ম্যাচে ছিল একতরফা প্রাধান্য। ব্রাজিল বল দখলে রেখেছিল ৬৫ শতাংশ সময়, নিয়েছিল ২২টি শট, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে চিলির ভাগে আসে মাত্র ৩টি শট-এর কোনোটিই টার্গেটে থাকেনি।

শেষ পর্যন্ত ৩-০ গোলের আরামদায়ক জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। দাপুটে এই জয় তাদের বিশ্বকাপ বাছাইপর্বের অভিযানে দিল নতুন গতি ও আত্মবিশ্বাস।

বাংলাধারা/এসআর