ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

এসএ২০ নিলামে তাইজুলের হাসি, অবিক্রীত মুস্তাফিজ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৫, ১১:৫৫ রাত  

ছবি: সংগৃহিত

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০-এর চতুর্থ আসরের নিলামে মিশ্র অভিজ্ঞতা হলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। দীর্ঘদিন ধরে টেস্টে নির্ভরযোগ্য স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করা তাইজুল ইসলাম এবার সুযোগ পেলেন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে। শেষ মুহূর্তে তাকে দলে ভিড়িয়েছে ডারবান সুপার জায়ান্টস।

তাইজুলের হাসির বিপরীতে হতাশার খবর নিয়ে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ১.৫ মিলিয়ন র‌্যান্ড ভিত্তিমূল্যে নাম উঠলেও কোনো দল হাত বাড়ায়নি, ফলে অবিক্রীত থেকেই গেলেন তিনি।

নিবন্ধিত ৭৮২ জন ক্রিকেটারের মধ্যে বাছাই করা হয় ৫৪১ জনকে, আর এই তালিকায় ছিলেন ১৪ জন বাংলাদেশি। সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামসহ পরিচিত নামগুলো থাকলেও নিলামের বেশিরভাগ সময়ই তাদের ঘিরে ছিল নীরবতা। শেষ দিকে তাইজুলকে দলে নেওয়ায় শূন্য হাতে ফিরতে হয়নি বাংলাদেশকে।

ডারবান সুপার জায়ান্টসের হয়ে এবার দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলবেন তাইজুল। টেস্টে তার ধারাবাহিকতা যেমন চোখে পড়েছে, তেমনি টি-টোয়েন্টি মঞ্চেও তিনি হয়ে উঠতে পারেন দলের ভরসার ঘূর্ণি অস্ত্র। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বস্তির খবর, কারণ দীর্ঘদিন পর কোনো নতুন মুখ এসএ২০ মঞ্চে জায়গা পেলেন।

বাংলাধারা/এসআর