তামিম-সাব্বির একই দলে, নেতৃত্বে শান্ত
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৪:২৩ দুপুর

ছবি: সংগৃহিত
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় টি-টোয়েন্টি আসর শুরু হচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর। আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। এবারের টুর্নামেন্টে ভারসাম্যপূর্ণ দল গড়ে নজর কাড়ছে রাজশাহী বিভাগ, যেখানে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে তৈরি হয়েছে শক্তিশালী এক সমন্বয়।
রাজশাহীর নেতৃত্বে থাকছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তাঁর সহযাত্রী হিসেবে দলে রয়েছেন মারকাটারি ব্যাটিংয়ের জন্য পরিচিত সাব্বির রহমান। এ ছাড়া তরুণ পেসার নাহিদ রানা গতির ঝলকে আলো ছড়ানোর অপেক্ষায়। স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলাম আছেন নেতৃত্ব দিতে, সঙ্গে রয়েছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ নিহাদুজ্জামান ও হাবিবুর রহমান সোহান।
শুধু মূল দলে নয়, স্ট্যান্ডবাই তালিকাতেও রাখা হয়েছে জাতীয় দলের দুই তরুণ তারকা তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়কে। তাঁদের উপস্থিতি দলকে আরও সমৃদ্ধ করেছে।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সাব্বির রহমান রোমান, মেহেরব হোসেন অহিন, প্রীতম কুমার, শাখির হোসেন শুভ্র, গোলাম কিবরিয়া শাকিল, ওয়াসি সিদ্দিকী, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, মোহর শেখ অন্তর, আসাদুজ্জামান পায়েল, শফিকুল ইসলাম, নাহিদ রানা।
স্ট্যান্ডবাই ক্রিকেটার : রহিম আহমেদ, সুজন হাওলাদার, নাঈম ইসলাম, মিজানুর রহমান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়।
বাংলাধারা/এসআর