ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

হৃদয়ের ব্যাটে হতাশা, জয়ের পর খোলামেলা স্বীকারোক্তি

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৫:৩৮ বিকাল  

ছবি: সংগৃহিত

হংকংকে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুভভাবে শুরু করেছে বাংলাদেশ। তবে আইসিসির সহযোগী সদস্য দেশের বিপক্ষে জয় হলেও দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকে গেছে অনেক। বিশেষ করে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অস্বস্তি লেগেছে।

বোলিং আক্রমণে তাসকিন আহমেদ দুই উইকেট পেলেও রান দিয়েছেন হাত খুলে। মুস্তাফিজুর রহমান তৈরি করেছিলেন একের পর এক সুযোগ, কিন্তু পাননি কাঙ্ক্ষিত সাফল্য। নতুন বলে অফ স্পিনার শেখ মাহেদিও প্রত্যাশা মেটাতে পারেননি।

ব্যাটিংয়েও শুরুটা ছিল উজ্জ্বল, কিন্তু দুই ওপেনার সেট হয়ে ফিরে যাওয়ার পর ছন্দ হারায় দল। শেষ দিকে লিটন দাস ৩৯ বলে ঝোড়ো ৫৯ রান করে দলকে জয়ের পথে রাখলেও মাঝের সারিতে তাওহীদ হৃদয়ের ইনিংস ছিল ব্যর্থতার মতো। ৩৬ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে তিনি মারেন মাত্র একটি চার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে খোলাখুলি স্বীকার করলেন হৃদয়। তিনি বলেন, “আমার ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ হচ্ছিল না। আমরা চেয়েছিলাম নিশ্চিত করতে, যেন ম্যাচ কোনোভাবে হাতছাড়া না হয়। আগেভাগে শেষ করতে চাইলেও সেটা হয়নি। জয়টাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা আর আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলতে চাই। নেট রান রেট নিয়ে এখনই ভাবছি না।”

জয়ের আনন্দ থাকলেও পারফরম্যান্সে ফাঁকফোকর স্পষ্ট। সামনে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে—তাই এই দুর্বলতা কাটানোই এখন বাংলাদেশ দলের প্রধান চ্যালেঞ্জ।

বাংলাধারা/এসআর