ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

শ্রীলঙ্কার আগুনঝরা বোলিংয়ে টালমাটাল বাংলাদেশ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:০৮ রাত  

ছবি: সংগৃহিত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ-‘বি’ ম্যাচে দারুণ সূচনা করেছে শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা প্রমাণ করে দিচ্ছে তাদের পেসাররা। ইনিংসের প্রথম ১০ ওভারেই বাংলাদেশের টপ অর্ডার ধসে গেছে। মাত্র ৫৪ রানে ইতিমধ্যেই ৫ উইকেট হারিয়েছে টাইগাররা।

শুরুর ধাক্কা আসে ইনিংসের প্রথম দুই ওভারেই। নুয়ান থুশারার ইনসুইংয়ে বোল্ড হয়ে শূন্য রানে ফিরেন তানজিদ হাসান তামিম। এরপর দুষমন্থা চামিরার গতির শিকার হয়ে খালি হাতে সাজঘরে ফেরেন পারভেজ ইমন।

প্রথম ধাক্কা সামলানোর আগেই আসে আরেক আঘাত। চতুর্থ ওভারে রানআউটে বিদায় নেন তৌহিদ হৃদয় (৮)। একপ্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক লিটন দাস। পাওয়ারপ্লের শেষ ওভারে দাসুন শানাকাকে সামলিয়ে কিছু দারুণ শট খেললেও ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে ২৮ রানের ইনিংস থেমে যায়।

অন্যদিকে ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেননি মেহেদী হাসানও। মাত্র ৭ রানে তাকে এলবিডব্লিউ করে ফেরান হাসারাঙ্গা। এ সময় ক্রিজে আছেন জাকার আলি (৬*)।

বাংলাদেশের স্কোরকার্ড তখন এরকম-

তানজিদ হাসান তামিম ০ (৬)

পারভেজ ইমন ০ (৪)

তৌহিদ হৃদয় ৮ (৯)

শেখ মেহেদী হাসান ৭ (৯)

লিটন দাস ২৮ (২২)

শুরুতেই দুই উইকেট-মেইডেন করে লঙ্কান পেসাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। বাংলাদেশের ইনিংস তখন ব্যাকফুটে, তবে ক্রিজে টিকে থাকা ব্যাটসম্যানদের ওপরেই এখন ভরসা টাইগার সমর্থকদের।

বাংলাধারা/এসআর