আগের সরকারের ডাকে সাড়া দিয়েছি, নতুন সরকার ডাকলেও যাব’
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ১১:০৫ রাত
গেল ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বিনোদন অঙ্গনের অনেক তারকা কটাক্ষের স্বীকার হচ্ছেন। এরমধ্যে একজন নুসরাত ফারিয়া। একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তার রূপের আগুনে পুড়লেও আজ তাকে পোড়ায় কটাক্ষের আগুনে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ফারিয়া।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কটাক্ষ নিয়ে তিনি বলেন, চোখে তো পড়েছে, খারাপও লেগেছে। তবে কাকে কী বলব! আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম।
এরপর বলেন, এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি? আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি। কখনও কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। ওই যে বললাম, শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া।
নুসরাত ফারিয়া মডেল ও অভিনেত্রী কটাক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম