ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আলিয়া-সোনমের সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি হননি পাকিস্তানি অভিনেতা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৯:৫৬ রাত  

ফাওয়াদ খান, পাকিস্তানের অভিনেতা হলেও ভারতে তার অসংখ্য অনুরাগী। শুধু সৌন্দর্য নয়, তার ব্যক্তিত্ব ও অভিনয়েও কুপোকাত অনেকেই। বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। 

‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ও ‘কপূর অ্যান্ড সনস্’ ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান। ‘খুবসুরত’ সিনেমায় সোনম কপূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। 

২০১৪ সালে মুক্তি পায় সেই ছবি। কিন্তু সিনেমায় অভিনয়ের আগে ফাওয়াদের শর্ত ছিল, পর্দায় কোনওভাবেই সোনমের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করতে পারবেন না।

ফাওয়াদের দাবি ছিল, তার বহু অনুরাগী ও ভক্তসংখ্যা রয়েছে। পর্দায় চুম্বন করে তাদের হতাশ করতে চান না।

 

আলিয়া জানান, চিত্রনাট্যে একটি উষ্ণ চুম্বনের দৃশ্যে অভিনয় করার কথা ছিল ফাওয়াদ ও আলিয়ার। কিন্তু রাজি হননি ফাওয়াদ।যে কারণে বদল আনা হয় চিত্রনাট্যে। গভীর চুম্বনের বদলে ফাওয়াদের ঠোঁটে আলতো চুম্বন করেন আলিয়া। যদিও সেই দৃশ্যেও নাকি খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না ফাওয়াদ। তাই আলিয়াও সচেতন ছিলেন।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকা শর্মার বিপরীতে দেখা গিয়েছিল ফাওয়াদকে। তবে সেই ছবিতে তেমন কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়নি পাকিস্তানি অভিনেতাকে।