চীনা অভিনেতা ইউ মেংলংয়ের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:৩০ বিকাল

ছবি: সংগৃহিত
চীনের জনপ্রিয় অভিনেতা ও গায়ক ইউ মেংলং আর নেই। মাত্র ৩৭ বছর বয়সেই জীবনাবসান হলো এই তারকার। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ের একটি ভবন থেকে পড়ে তিনি মারা যান। তার নিজস্ব টিম এক বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। এটি কোনো অপরাধমূলক ঘটনা নয় বলে পুলিশ জানিয়েছে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং চাই, তিনি প্রিয়জনদের হৃদয়ে ভালোবাসায় বেঁচে থাকুন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর দুই দিন আগে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন ইউ মেংলং। ৯ সেপ্টেম্বর রাতে আড্ডা ও খাওয়াদাওয়ার পর ১১ সেপ্টেম্বর ভোরে তিনি ঘুমাতে যান এবং কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরদিন সকালে বন্ধুরা তাকে না পেয়ে বাইরে বের হন। তখনই এক প্রতিবেশী নিচে তার মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি আত্মহত্যা নয় এবং কোনো অপরাধের সঙ্গেও যুক্ত নয়। তবে মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার কাজ চলছে।
ইউ মেংলং জনপ্রিয় ড্রামা সিরিজ ‘এটারনাল লাভ’ এবং ‘গো প্রিন্সেস গো’–তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। হঠাৎ করেই তার চলে যাওয়া সহকর্মী ও ভক্তদের শোকস্তব্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অগণিত মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।
বাংলাধারা/এসআর