ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কাকরাইলে স্বস্তির নিঃশ্বাস, সরেছে ব্যারিকেড, তবে সতর্ক পুলিশের চোখ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ১৭, ২০২৫, ১২:২৩ দুপুর  

চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের টানা আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে সরকারের আশ্বাসে অবসান ঘটে বিক্ষোভের। ফলস্বরূপ, রাজধানীর কাকরাইল মোড়ের সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে ব্যারিকেড, ফিরে এসেছে চেনা ছন্দে শহরের যানচলাচল।

শনিবার (১৭ মে) সকাল থেকে দেখা যায়, কাকরাইল থেকে যমুনা টিভির কার্যালয় অভিমুখে মূল সড়কে আর কোনো প্রতিবন্ধকতা নেই। সচল হয়েছে যান চলাচল, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই পথে যাতায়াতকারী সাধারণ মানুষ।

মোটরসাইকেলচালক আবদুল কাদের বলেন, ঢাকায় একটি রাস্তাও বন্ধ থাকলে আশেপাশের এলাকায় জট তৈরি হয়। আজ অনেকদিন পর শান্তিপূর্ণভাবে আসতে পারছি, ভালো লাগছে।

তবে ব্যারিকেড সরিয়ে নেওয়া হলেও পুরোপুরি সরেনি নিরাপত্তাব্যবস্থা। ঘটনাস্থলে রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন, যারা সতর্ক নজর রাখছেন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন আন্দোলন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে- এটা আশাব্যঞ্জক। তবে আমরা চাই, এই প্রতিশ্রুতি যেন সময়ক্ষেপণ ছাড়া বাস্তবায়িত হয়।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের চার দফা দাবিকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জবির শিক্ষার্থীরা কাকরাইল মোড় অবরোধ করে আন্দোলনে অংশ নেন। দাবি পূরণের আশ্বাসে আপাতত আন্দোলন থামলেও সতর্কতা রয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।

ফলে ব্যস্ত নগরের কাকরাইল মোড় আবার ফিরে পাচ্ছে তার পুরনো কর্মচঞ্চলতা, যদিও আড়ালে জেগে আছে আন্দোলনের রেশ এবং তার ভবিষ্যৎ বাস্তবায়নের অপেক্ষা।

 

বাংলাধারা/এসআর