‘আ. লীগের সমর্থক হলেও সামাজিকভাবে গ্রহণযোগ্যরা বিএনপিতে যোগ দিতে পারবেন’
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৪:০৫ দুপুর

ছবি: বাংলাধারা
আওয়ামী লীগের কোনো ব্যক্তি যদি বিএনপির বিরুদ্ধে কখনও বাধা না দেন, সামাজিকভাবে গ্রহণযোগ্য হন এবং গোপনে না হয়ে প্রকাশ্যে দলে যোগ দেন- তাহলে তাদের বিএনপিতে নেওয়ার কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৭ মে) চট্টগ্রাম নগরীর কাজীর দেউরিস্থ বিএনপির বিভাগীয় কার্যালয় চত্বরে ‘সদস্য নবায়ন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, দীর্ঘদিন পর আবারও দলীয় সদস্য সংগ্রহের সুযোগ এসেছে। এটিকে একটি বড় রাজনৈতিক উদ্যোগ হিসেবে কাজে লাগাতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি বিএনপিতে যুক্ত হওয়া গর্বের বিষয়। তাই জনসমক্ষে অনুষ্ঠান করে প্রতিটি ইউনিট সদস্য সংগ্রহ করবে। এসব কার্যক্রম মূলধারার গণমাধ্যমে প্রচার করতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, সদস্য সংগ্রহে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে- কোনোভাবেই সমাজে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না। এসব কারণে আমাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়।
তবে বিএনপি-বিরোধী কর্মকাণ্ডে জড়িত না থাকা আওয়ামী লীগপন্থীরা দলে যোগ দিতে পারবে জানিয়ে তিনি বলেন, যারা আগে আওয়ামী লীগের সমর্থক ছিলেন, কিন্তু আমাদের বিরুদ্ধে কাজ করেননি কিংবা গোপনে আমাদের পাশে ছিলেন, এমন ব্যক্তিদের দলে নিতে সমস্যা নেই। তবে কাউকে গোপনে সদস্য করা যাবে না। দলীয়ভাবে যোগ দিতে হলে তা প্রকাশ্যে ঘোষণা দিয়ে করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
দীর্ঘ রাজনৈতিক অবরোধ ও দমন-পীড়নের পর বিএনপি সারাদেশে নতুনভাবে সাংগঠনিক শক্তি সঞ্চয় করতে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে। চট্টগ্রাম থেকে এই কর্মসূচির সূচনা হলো—যেখানে দলটি এখন আরও পরিশীলিত, সামাজিকভাবে গ্রহণযোগ্য, ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
বাংলাধারা/এসআর