নির্বাচন পেছাতে গভীর চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৬:১৫ বিকাল

ফাইল ছবি
বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের সম্ভাবনাকে নস্যাৎ করতে সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২০ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথসভা শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এই যৌথসভাটি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আশার আলো দেখা দিয়েছে, ঠিক তখনই এক অশুভ ছায়া সেই আলোর পথ রুদ্ধ করার চেষ্টা করছে। নির্বাচন পিছিয়ে দিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য চক্রান্ত চলছে।
তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিভাজনের রাজনীতি উসকে দেয়া হচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অঙ্গকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘সীমান্তের ওপার থেকেও’ ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
“সব ধরনের চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকতে হবে। যারা এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে ঐক্যবদ্ধভাবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী:
- ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত চলবে কেন্দ্র ও অঙ্গসংগঠনের নানা আয়োজন।
- ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিত হবে তারুণ্যনির্ভর সেমিনার ও সমাবেশ।
- ২৯ মে বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৩০ মে সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মীরা।
বিএনপি সূত্রে জানা গেছে, এবার দলটি মৃত্যুবার্ষিকী উপলক্ষে তরুণ প্রজন্মের মাঝে জিয়াউর রহমানের আদর্শ ও অবদান তুলে ধরতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বাংলাধারা/এসআর