উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৫:১৭ বিকাল

ছবি: সংগৃহিত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং জাতীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে আগামীকাল দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে কলেজ ভবন ও বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনার সময় ভবনে শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষক দগ্ধ বা আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশ নেয়। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া উত্তরা ও এর আশপাশের বিভিন্ন হাসপাতালে আরও অনেককে ভর্তি করা হয়েছে।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেওয়া হয়েছে।”
বিমান বাহিনী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
বাংলাধারা/এসআর