ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:৩০ রাত  

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধদের খোঁজখবর নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ জুলাই) রাত ৯টা ১৫ মিনিটে তিনি ইনস্টিটিউটে পৌঁছান। সেখানে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে রাত ১০টা ২৬ মিনিটে তিনি ইনস্টিটিউট থেকে যমুনায় ফিরে আসেন।

বার্ন ইনস্টিটিউটের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং দ্রুত ও কার্যকর চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


বাংলাধারা/এসআর