ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ আজ বিকেল ৫টায়: নতুন রূপরেখায় নজর দেশজুড়ে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ০৫, ২০২৫, ১২:৩৬ দুপুর  

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে বড় আয়োজন, সরাসরি সম্প্রচার করবে বিটিভি

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মোড় ঘোরানো ঐতিহাসিক আন্দোলনের এক বছর পূর্তিতে আজ মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই ঘোষণাপত্রে উঠে আসতে পারে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা, নির্বাচনকালীন সরকার গঠন ও সাংবিধানিক সংস্কারের দিকনির্দেশনা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে একটি ব্যতিক্রমী ড্রোন শো এবং রাত ৮টায় মঞ্চে উঠবে একটি জনপ্রিয় ব্যান্ড দল। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সকাল ১১টা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে সঙ্গীত পরিবেশনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা, আন্দোলনে শহিদ পরিবারের সদস্য এবং আহত কর্মীরা। বাংলাদেশ টেলিভিশন পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জনসমাগম ও নিরাপত্তার কারণে সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল থেকে রাত পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

প্রসঙ্গত, গত বছর এই দিনে রাজধানীজুড়ে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে জনতার ঐক্যবদ্ধ উপস্থিতি নজিরবিহীন এক রাজনৈতিক পালাবদলের সূচনা করেছিল। টানা এক মাসের আন্দোলনের শেষ দিনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, যার ফলে ১৫ বছরের দীর্ঘ একচেটিয়া শাসনের অবসান ঘটে। বিরোধী পক্ষ একে অভিহিত করে ‘ফ্যাসিবাদী শাসনের পরিসমাপ্তি’ হিসেবে।

এই বিশেষ দিনটিকে আন্দোলনের সময়সূচিতে '৩৬ জুলাই' নামে চিহ্নিত করা হয়েছিল। সেই স্মরণীয় দিনটির বর্ষপূর্তিতে আজকের ‘জুলাই ঘোষণাপত্র’ রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলেই মনে করা হচ্ছে।