ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি ইসিকে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ০৬, ২০২৫, ০৯:৪৩ রাত  

ছবি: সংগৃহিত

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরু হওয়ার আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান। চিঠিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এর আগের দিন, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় পরদিনই নির্বাচন কমিশনে পাঠানো হয় এই চিঠি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিগত পনেরো বছরে নাগরিকরা সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাই আসন্ন নির্বাচন যেন সকল নাগরিকের অংশগ্রহণে একটি আনন্দময় ও স্মরণীয় ‘ভোট উৎসব’-এ পরিণত হয়, সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা।

ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশ, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণে নির্বাচন উৎসবমুখর হয়ে উঠবে, এমন চিত্রই এদিন তুলে ধরা হয় চিঠিতে। পাশাপাশি আধুনিক ও যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্বাচন পরিচালনায় গুরুত্বারোপ করা হয়।

চিঠির শেষাংশে বলা হয়, সরকার একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেবে। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসিকে অনুরোধ জানানো হয়।

বাংলাধারা/এসআর