ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

দুর্নীতির অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ০৭, ২০২৫, ০২:৩২ দুপুর  

ছবি: সংগৃহিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাহিদাপত্রের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, দুদকের একটি দুর্নীতির মামলায় কলিমুল্লাহর বিরুদ্ধে তদন্ত চলছে। মামলাটির রিকুইজিশনের পরিপ্রেক্ষিতে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর অধ্যাপক কলিমুল্লাহকে দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

উল্লেখ্য, অধ্যাপক কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বকালজুড়ে নিয়োগ, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে একাধিকবার সমালোচিত হয়েছেন তিনি।

বাংলাধারা/এসআর