সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, সুষ্ঠু নির্বাচনের দিকেই এখন অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা
প্রকাশিত: আগস্ট ০৭, ২০২৫, ০৫:১২ বিকাল

ছবি: সংগৃহিত
অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করেছে সরকার। এই নতুন পর্বের মূল অগ্রাধিকার হিসেবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক একটি জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্টভাবে বলেছেন, নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব। ৫ আগস্ট প্রথম অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর এখন সরকারের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।”
বৈঠকে দেশের সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা ছাড়াও গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেয়া হয়, যুদ্ধবিমান দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরিন চৌধুরীর সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তার নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে এই সিদ্ধান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। মেহেরিন চৌধুরী জীবনবাজি রেখে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে এনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
সকালে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই। বৈঠকে উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নির্ধারিত কিছু বিষয় নিয়েও আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারের এই নতুন পর্বে কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুসংহত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাধারা/এসআর