ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ইসির ক্ষমতা বাড়ল: আসনের পুরো ফল বাতিল ও ‘না ভোট’ ব্যবস্থা ফিরছে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৯:৫৩ রাত  

ছবি: সংগৃহিত

নির্বাচনে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজন অনুযায়ী একটি কেন্দ্র থেকে শুরু করে পুরো আসনের ফল বাতিল করার ক্ষমতা এখন থেকে নির্বাচন কমিশনের হাতে থাকবে। একইসঙ্গে দীর্ঘদিন পর ফের চালু হচ্ছে ‘না ভোট’ ব্যবস্থা।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “নির্বাচনে কোনো অনিয়ম হলে কমিশন চাইলে একটি, দুটি কেন্দ্রের ফল বাতিল করতে পারবে, আবার চাইলে পুরো আসনের ফলও বাতিল করা সম্ভব হবে। ফল ঘোষণার সময় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থাকতে পারবেন।”

নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না। বরং ‘না ভোট’-এর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি ওই প্রার্থীর চেয়ে ‘না ভোট’ বেশি হয়, তবে আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আচরণবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধানও নতুন নিয়মে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাধারা/এসআর