প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৩:৫৯ দুপুর

ছবি: সংগৃহিত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে সময় নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই সময়েই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার বাইরে আমাদের বলার কিছু নেই। জনগণ যখন নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউই এ প্রক্রিয়া বন্ধ করতে পারবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। যতই ক্ষমতাবান হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।
সবজির বাজার প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক টানা বৃষ্টির কারণে অনেক শাকসবজি নষ্ট হয়ে গেছে, এজন্য দাম কিছুটা বেড়েছে। প্রচুর আলু মজুত থাকা সত্ত্বেও পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতে দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। কৃষকরা আসল মূল্য না পেলেও মধ্যস্বত্বভোগীরা বেশি লাভ করছে, যা নিয়ন্ত্রণ করা জরুরি।
পলিথিনের ব্যবহারকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি সহজে নষ্ট হয় না, বরং মাটি ও পানি দূষণের কারণ হয়। একসময় পাটের বিরাট চাহিদা ছিল, এখন যদি আমরা পলিথিন বর্জন করে আবার পাটের ব্যাগ ব্যবহার শুরু করি তবে কৃষকরা উপকৃত হবেন এবং পরিবেশও রক্ষা পাবে।
তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে।
বাংলাধারা/এসআর