ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

১২ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০১:৪৪ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশের আকাশে সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি মাত্রার প্রভাবে আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করা লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকায় রয়েছে। এ সময় মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত হয়ে রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বহু এলাকায় এবং রাজশাহী ও খুলনার কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামীকাল (১৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বহু স্থানে বৃষ্টি হতে পারে। রাজশাহী ও ঢাকার কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টি নামতে পারে। এ সময়ও দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস থাকবে।

পরশুদিন (১৯ আগস্ট) খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইভাবে ২০ আগস্ট রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২১ আগস্ট সারা দেশেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ নামতে পারে। তবে এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বাংলাধারা/এসআর