ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ড. ইউনূসের পরিচিতির কারণেই বাংলাদেশ পেল বিশেষ সুবিধা: প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৫:৪৭ বিকাল  

ছবি: সংগৃহিত

মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতার কারণেই বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (২৩ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, “ড. ইউনূসের ব্যক্তিগত পরিচিতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলেছে। তার কারণেই যুক্তরাষ্ট্রে শুল্ক সুবিধা পাওয়া সহজ হয়েছে। শুরু থেকেই সরকার আত্মবিশ্বাসী ছিল যে শুল্ক হার কমানো সম্ভব হবে।”

তিনি জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক প্রথমে ৩৫ শতাংশ থাকলেও তা কমিয়ে গত ৩১ জুলাই ট্রাম্প প্রশাসন ২০ শতাংশে নামিয়েছে। এ বিষয়ে শফিকুল আলম বলেন, “শুল্ক আরো কমানোর উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে এবং রপ্তানিও বৃদ্ধি পাবে।”

নেগোশিয়েশনের কৌশল প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য বাজারেও এর প্রভাব কেমন পড়তে পারে, তা বিবেচনায় রেখেই আলোচনা হয়েছে।”

বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রেসসচিব বলেন, “যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়লে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ সুবিধা শুধু বাণিজ্যের নয়, দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও সহায়ক হবে।”

বাংলাধারা/এসআর