ডেঙ্গুতে ১ দিনে ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৪
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৬:০৯ বিকাল

ছবি: সংগৃহিত
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আরো চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১৪ জনে।
শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২০২ জনে। এর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃতদের মধ্যে দুজন শিশু মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যজন মুগদা হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ২২৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।
এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে মোট ৪১ জন। চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১ জন। এছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩ এবং জুনে ১৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।
বাংলাধারা/এসআর