ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১১:৪৩ দুপুর

ছবি: সংগৃহিত
ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম আনুষ্ঠানিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এদিন সকালে বৈঠকের আগে ইসহাক দার বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রাতঃরাশ করেন। এরপর তিনি একান্ত বৈঠকে বসেন তৌহিদ হোসেনের সঙ্গে, যার পর শুরু হয় আনুষ্ঠানিক আলোচনা।
গত শনিবার বিশেষ বিমানে ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এর আগে গত জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং সম্প্রতি বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকায় এসেছিলেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এটি পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সফর।
ঢাকায় আসার প্রথম দিনেই ইসহাক দার পাকিস্তান হাইকমিশনে পৃথকভাবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে বিএনপি, এবি পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এক নৈশভোজেও অংশ নেন তিনি।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি ঢাকায় এসে এভাবে খোলামেলাভাবে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করলেন। অতীতে পাকিস্তানি মন্ত্রীদের সফর রাষ্ট্রীয় কার্যক্রমে সীমাবদ্ধ থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠক কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং তা বিশেষ রাজনৈতিক বার্তা বহন করছে।
বাংলাধারা/এসআর