ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে মোটেল সৈকত বার ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১০:০৮ দুপুর  

ছবি: সংগৃহিত

চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আওতাধীন মোটেল সৈকত বার অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল ৮টা ৪৫ মিনিটে স্টেশন রোডে অবস্থিত মোটেল সৈকত বারে আগুন লাগার খবর তারা পান। পরে দু’টি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও তখনও সম্পূর্ণ নেভানোর কাজ চলছিল।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ আগস্ট একই বারে হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তখন লুটপাটের পাশাপাশি বারের স্থাপনাও কেটে নিয়ে যায়। পরবর্তীতে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়েছিল।

বাংলাধারা/এসআর