আজ থেকে ঢাকায় শুরু বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:৩৩ সকাল

ছবি: সংগৃহিত
ঢাকায় আজ (মঙ্গলবার) শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন। চার দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত।
সম্মেলনে অংশ নিতে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সোমবার বিকেলে ঢাকায় এসে পৌঁছায়। তাদের স্বাগত জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ ছাড়া সীমান্ত-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেবেন।
প্রতিবছরের মতো এবারও সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র-গোলাবারুদসহ নানা চোরাচালান প্রতিরোধের বিষয়গুলো আলোচনায় আসবে। তবে এবার অতিরিক্তভাবে আলোচিত হবে সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধের বিষয়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের কারণে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা প্রশমনে যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হবে।
চার দিনের এ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাধারা/এসআর