ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শেষ দিনের শুনানি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১১:০২ দুপুর  

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনসীমা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের (ইসি) চতুর্থ ও শেষ দিনের শুনানি চলছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের মিলনায়তনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে চারজন নির্বাচন কমিশনার উপস্থিত আছেন।

শেষ দিনে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সকালে পঞ্চগড়-১ ও ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫ ও ৬ এবং পাবনা-১ আসনের শুনানি সম্পন্ন হয়। বিকেল সাড়ে ২টা থেকে পাঁচটা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১ ও ৪, মাদারীপুর-২ ও ৩ এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।

শুনানি শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসি সচিব আখতার আহমেদ ব্রিফিং করবেন।

চার দিনের এ প্রক্রিয়ায় মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করছে ইসি। শুনানি শেষে পর্যালোচনা করে ৩০০ আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

এর আগে গত ৩০ জুলাই খসড়া প্রকাশ করে ইসি। এতে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে চার থেকে তিনটি করা হয়।

এছাড়া পরিবর্তন আনা হয় আরও ৩৯টি আসনে। এর মধ্যে রয়েছে- পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।

গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে জমা পড়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি। এগুলো নিষ্পত্তির পরই প্রকাশ পাবে চূড়ান্ত সীমানা।

বাংলাধারা/এসআর