ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

প্রকৌশল শিক্ষার্থীদের ‘মার্চ টু সচিবালয়’ হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০১:৪৭ দুপুর  

ছবি: সংগৃহিত

শাহবাগ চত্বরে আজ দুপুর সাড়ে ১২টায় প্রকৌশল অধিকার পরিষদ আয়োজিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা সরকারের কাছে হুঁশিয়ারি দেন। তারা জানিয়েছেন, বেলা ১টার মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু হবে।

সংগঠনের সভাপতি ওয়ালীউল্লাহ বলেন, “আজকের অবস্থানই সরকারের জন্য লজ্জাজনক। আমাদের দুই দাবির মধ্যে একটি ছিল, রোকন ভাই হত্যার হুমকিদাতাদের আইনের আওতায় আনা। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা না করে একজনকে প্রমোশন দেওয়া হয়েছে। এ দেশের আর কোন লজ্জাজনক ঘটনা হতে পারে?”

এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি ও এইউএসটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

প্রকৌশল অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান লিপু বলেন, “বিগত ছয় মাস ধরে আমরা তিনটি মূল দাবি নিয়ে আন্দোলন করছি। বারবার কর্মসূচি দিয়েও আমাদের কোনো আশ্বাস সরকার থেকে পাওয়া যায়নি। তাই লং মার্চের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা কোটাপ্রথার অবিলোপ চাই। এক বছর পরও আবার রাস্তায় আমাদের আসতে হচ্ছে। এটা কখনোই কাম্য ছিল না। অবিলম্বে কোটাপ্রথা বাতিল করতে হবে। আমাদের দাবি শুধু প্রকৌশল শিক্ষার্থীদের নয়, দেশের সকলের। দেশের করের টাকায় গড়ে ওঠা দক্ষ প্রকৌশলী মেধাবীরা কেন বিদেশ চলে যাবে। এটাই আমাদের ভাবনার মূল বিষয়।”

শিক্ষার্থীরা সরকারের কাছে দুপুর ১টা পর্যন্ত সময় দিয়েছেন। তার মধ্যে যদি প্রতিনিধিদল শাহবাগে এসে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করে, তবে তারা পদযাত্রার মাধ্যমে সচিবালয়ের দিকে রওনা হবেন।

বাংলাধারা/এসআর