ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৩:১১ দুপুর  

ছবি: সংগৃহিত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি মোবাইল ফোনে নুরের সঙ্গে কথা বলেন। এ সময় নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি কাকরাইলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ফোনে নুরের সঙ্গে ঘটনার বিস্তারিত আলোচনা করেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে শুক্রবার রাতেই প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রেসসচিব শফিকুল আলম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে নুরকে দেখে আসেন।

গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। দলীয় নেতাদের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নুর রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে শুয়ে আছেন। তার নাক ফেটে গেছে এবং মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভিজে গেছে। আতঙ্কিত সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

বাংলাধারা/এসআর