ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

বাংলাদেশের জন্য নতুন মার্কিন রাষ্ট্রদূত মনোনীত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৩, ২০২৫, ০৯:৩২ সকাল  

ছবি: সংগৃহিত

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে পাঠানো মনোনয়নটি এখন সিনেটের শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিস্টেনসেন। ঢাকার সঙ্গে তার পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। ২০১৯ সাল থেকে তিন বছর তিনি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগের কাউন্সিলর হিসেবে কাজ করেছেন।

ক্রিস্টেনসেন দায়িত্ব নিলে তিনি পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। হাস গত বছর অবসরে যাওয়ার পর বাংলাদেশে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন আরেক অভিজ্ঞ কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন।

বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ। তিনি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, “বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনই সবচেয়ে যোগ্য ব্যক্তি।” তিনি আশা প্রকাশ করেছেন, দ্রুতই মার্কিন সিনেট এ মনোনয়ন অনুমোদন করবে।

বাংলাধারা/এসআর