ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

আগামী সরকারের জন্য ৬০ গাড়ি কেনার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৫, ১১:৫১ দুপুর  

ছবি: সংগৃহিত

আগামী সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৬০টি নতুন গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রতিটি মিতসুবিশি পাজেরো কিউএক্স (২৪২৭ সিসি) গাড়ির দাম ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ টাকা। এ খাতে ব্যয় হবে প্রায় ১০১ কোটি ৬১ লাখ টাকা।

এ ছাড়া আসন্ন নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবহারে আরও ২২০টি গাড়ি কেনা হচ্ছে। এর মধ্যে ১৯৫টি জিপ এবং ২৫টি মাইক্রোবাস। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা।

চলতি অর্থবছরে ব্যয় সংকোচনের জন্য নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে সেই নীতির বাইরে গিয়ে এই অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি আইনি ও নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পরবর্তী সরকারের জন্য গাড়ি কেনা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা উচিত।

সরকারের নীতিমালা অনুযায়ী, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সেডান কার ব্যবহার করতে পারবেন। জরুরি প্রয়োজনে সফরের সময় অতিরিক্ত জিপ নেওয়ার সুযোগ থাকলেও সরাসরি জিপ কেনার বিধান নেই। এ কারণে নতুন উদ্যোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশন সর্বোচ্চ ৩৫ সদস্যের মন্ত্রিসভার সুপারিশ করলেও ৬০টি গাড়ি কেনার উদ্যোগে সেই প্রস্তাবও উপেক্ষিত হয়েছে।

বাংলাধারা/এসআর