ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, ৩ হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৫, ১১:০৫ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এতে অজ্ঞাতনামা প্রায় সাড়ে ৩ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে থানার এসআই মো. সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর **‘ইমান আকিদা রক্ষা কমিটি’**র ব্যানারে মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে পূর্বঘোষিত বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সভা শেষে বিক্ষুব্ধ জনতা দরবার শরীফের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে স্থানীয় প্রশাসন ও পুলিশ তাদের আটকে দেয়।

এ সময় সংঘর্ষ বাঁধে। বিক্ষুব্ধরা উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি এবং গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করে। একই সঙ্গে ৫ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের দুই কর্মকর্তাকে পিটিয়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে আহত করে।

পরে উত্তেজিত জনতা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র বাড়ি ও দরবার শরীফে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে তারা নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে এনে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে প্রকাশ্যে পুড়িয়ে দেয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এসব বিশ্লেষণ করে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

বাংলাধারা/এসআর