ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

রাশমিকা-বিজয়ের রোমান্স: আঙুলের নতুন আংটি ঘিরে গুঞ্জন তুঙ্গে

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৫, ০৭:১৪ বিকাল  

ছবি: সংগৃহিত

দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে অনেকে আগ্রহী, আর সেই আগ্রহ সময় সময় নানা জল্পনায় রূপ নেয়। যদিও নিজেদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে রাশমিকা-বিজয় দু’জনই সাধারণত নীরব, কিন্তু একসঙ্গে ছুটি কাটানো ছবি ও জনসমক্ষে একত্রে উপস্থিত হওয়া তাদের ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি রাশমিকাকে দেখা গেছে দুবাই বিমানবন্দরে সাদা শার্ট, নীল জিনস ও কালো সানগ্লাসে। কিন্তু সবার নজর কেড়েছে তার আঙুলে নতুন একটি আংটি। যদিও একই দিনে এক ইভেন্টে যোগ দিতে গিয়ে আংটিটি আর দেখা যায়নি, তবু ভক্তদের কৌতূহল কমেনি। নেটদুনিয়ায় মুহূর্তের মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, বাগদান সম্পন্ন হয়েছে কি না তা নিয়ে।

এদিকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে বিজয় ও রাশমিকাকে একসঙ্গে দেখা গেছে। ভক্তদের উদ্দেশে তারা হাত নাড়ার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজয় ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে লিখেছেন, “অপরিসীম সম্মান! স্বাধীনতা দিবসে এম্পায়ার স্টেট বিল্ডিং তেরঙায় রাঙানো হলো। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।”

প্যারেডের সেই মুহূর্ত, যখন কিছু সময়ের জন্য রাশমিকা-বিজয়কে হাত ধরাধরি করতে দেখা যায়, ভক্তদের সবচেয়ে উচ্ছ্বসিত করেছে। এর ফলে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়েছে।

চলচ্চিত্রের জগতে আবারও একসঙ্গে দেখা যাবে রাশমিকা ও বিজয়কে। শীঘ্রই মুক্তি পেতে চলা ‘ভিডি-১৪’ ছবিতে তারা একসঙ্গে অভিনয় করছেন। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে।

বাংলাধারা/এসআর